ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আজকে আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে একটি সুযোগ দেবেন, এই আশায়। ইতিপূর্বে আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি নাই, কোনো সাংগঠনিক গুরুদায়িত্বে ছিলাম না। আমি আপনাদের কাছে একটা সুযোগ চাচ্ছি। আমাকে একটা ভোট দিন।
আমাকে কাজ করার সুযোগ দিন। আমি জনগণের প্রতি প্রত্যাশা অনুযায়ী এবং আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য আমার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাংলাবাজার পুস্তক সমিতি এবং পুস্তক বিক্রেতা সমিতি কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও লড়াই করেছে। গুম-খুন, হত্যা-জেলসহ আমরা বিপুল নির্যাতনের শিকার হয়েছি। শুধু বিএনপি নয়, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সবাই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।’
এ ছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘পুরান ঢাকার রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম, জলাবদ্ধতা, গ্যাস সংকট, আবর্জনা ব্যবস্থাপনা ও দূষণের সমস্যাগুলো সমাধানের জন্য আমি জোরালো পদক্ষেপ নেব। এ ছাড়া শিক্ষাব্যবস্থা এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্যও আমি কাজ করব।’
ইশরাক বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী একটি দল হিসেবে আমরা চাই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তাদের দায়বদ্ধতা থাকবে। সব ক্ষেত্রেই গণতন্ত্র চর্চা হোক।’
তিনি ভোট প্রার্থনা করে বলেন, ‘আমি আপনাদের কাছে একটা ভোটের আবেদন জানাচ্ছি। মহান আল্লাহ আমাকে যেন সেই সুযোগ করে দেন যাতে জনগণের জন্য ভালো কিছু করতে পারি, এই দেশ ও জাতির কল্যাণে মঙ্গলজনক কাজ করতে পারি।’
তিনি বলেন, ‘আমিও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এমআর/টিকে