রাজধানীর ভাটারা থানা এলাকাকে নিজের জন্মস্থান বলে অভিহিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই এলাকায় জন্মস্থান, তাই এখান থেকেই আমার প্রচার শুরু করেছি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, জাতীয় নেতা ও হদির কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি। এই এলাকা আমার জন্মস্থান তাই এখান থেকে প্রচারণা শুরু করলাম।
তিনি বলেন, এ এলাকার মানুষ সুবিধাবঞ্চিত। আকাশ-কুসুম কিছু না, আশা আকাঙ্ক্ষার কথা বলছি। ভোটে জয়ের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। মানুষ এবার খুবই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।
তিনি আরও বলেন, আমরা চাই গঠনমূলক রাজনীতি ও সমালোচনা। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
এমআই/টিকে