অভিনেতা ও গায়ক আনন্দ খালেদের জন্মদিন আজ। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করা এই প্রতিভাবান শিল্পী প্রথম মঞ্চনাটকে কাজ করেছেন গাজী রাকায়েতের নির্দেশনায় ‘জন্মসূত্র’-এ। এরপর টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ ঘটে সায়েম জাফরির পরিচালনায় ‘আংশিক সাদা কালো’ নাটকে।
অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। চলচ্চিত্রেও কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুঁয়ে দিলে মন’। অভিনয়ের পাশাপাশি আনন্দ খালেদ একজন গায়কও। ইতিমধ্যে তাঁর কিছু গান প্রকাশিত হয়েছে, যা দর্শক ও শ্রোতাদের মধ্যে সমানভাবে প্রশংসিত। সঙ্গীত ও অভিনয়ের মেলবন্ধন তাকে একাধিক দিক থেকে প্রভাবশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জন্মদিন উপলক্ষে ভক্তরা আনন্দ খালেদের অভিনয় ও গানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে শিল্পজগতে অবদান রেখে আসা এই প্রতিভা আজও দর্শক ও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে।
পিআর/টিকে