বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবেন না। কারণ এ দেশের মানুষ জানে, আপনারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।’
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের গণ-অভ্যুত্থানের শহীদেরা আমাদের সন্তানরা ও মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, সবাই ঐক্যবদ্ধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণ করতে হবে।
তিনি আরো বলেন, ‘এ দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, বারে বারে তাদের স্বপ্ন হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। আমরা আর সেদিকে যেতে চাই না।’
এ দেশ আমাদের ঠিকানা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘এখানেই জন্ম, এখানেই মৃত্যু, আমাদের এখানেই থাকতে হবে।
কাজেই এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গড়তে হবে।’সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশে ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য নাই, সেটাই আমরা প্রতিষ্ঠিত করব।’ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার দিয়ে তিনি বলেন, ‘অতীতেও বিএনপি এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, ভবিষ্যেতেও তাই করবে।
আমাদের পরিচয় হবে একটাই, আমরা সবাই বাংলাদেশি।’ জামায়াতের ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবেন না। কারণ এ দেশের মানুষ জানে আপনারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।’
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে। বিএনপিই স্বাধীনতার পক্ষের দল এবং এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা।
তিনি আরো বলেন, এদেশের বড় আলেম-ওলামারা আজ জামায়াত ইসলামীর ধর্মীয় বিভ্রান্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বিএনপিকে এদেশের শক্তি এবং এদেশের রাজনৈতিকদল উল্লেখ করে সবাইকে আগামী ১২ ফ্রেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালবম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এবি/টিকে