ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানান, 'প্যালেস্টাইন-২' নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। হামলার সময় দেশটির বেশ কিছু এলাকায় সতর্কতা সংকেত বেজে ওঠে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজ লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এসব আক্রমণ।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ায় হুথিরাও পুনরায় হামলা শুরু করেছে।
এসএস/এসএন