কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টানা তিন রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। রোববার (২৭ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, ‘২৬-২৭ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত এলাকাগুলোতে বিনা প্ররোচনায় ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। আমাদের সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে উপযুক্ত জবাব দিয়েছে।’
এ নিয়ে টানা তিন রাত সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটল। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার রাতেও একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। তবে পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা। গত ২২ এপ্রিল সেখানে হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। এরপরই নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে।
পানি ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত অভিযোগ করছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ রয়েছে। তবে ইসলামাবাদ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদীর পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপকে তারা “যুদ্ধের ঘোষণা” হিসেবে দেখবে।
এসএস/এসএন