পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২০:৪৩:১১
ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকার। এবার এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের ঐক্য বজায় রাখার পক্ষেও দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা।

অভিনেতা সূর্য অভিনীত তামিল ছবি ‘রেট্রো’র প্রচারে গিয়ে বিজয় বলেন, “কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের।’

প্রতিবেশী দেশের বিরুদ্ধে আক্রমণ না চালিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। অভিনেতার ভাষ্য, ‘পাকিস্তান তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না।’

‘ওদের প্রয়োজনীয় পানি, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।’

এরপরই বিজয় দাবি করেন, ভারতীয় নাগরিকদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। তার কথায়, ‘শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, আমাদের অভিভাবকদের সুখে রাখি। একমাত্র এই পথেই উন্নতি।’

এরই পাশাপাশি বিজয় নিজের স্মৃতি রোমন্থনও করেছেন। বছর দুয়েক আগে ছবির কাজে কাশ্মীরে ছিলেন অভিনেতা। সেখানে জন্মদিনও পালন করেছিলেন।

উল্লেখ্য, কাশ্মীরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এফপি/টিএ

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

১ মে তিন ইন্ডাস্ট্রির একসাথে ভাগ্য নির্ধারণ!

'ডন' ফিরছে নতুন রূপে: রণবীর-কৃতি যুগল

ইতিহাস গড়া ছবি যা সিনেমা দেখার সংজ্ঞাই বদলে দিয়েছে

অভিনেতাকে চড় মারা প্রসঙ্গে মৌসুমী, 'সেটাই প্রাপ্য ছিল'

প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান

অভিনেত্রীকে শুধু অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন সাজিদ খান

সহ-অভিনেতাকে চড়! মর্যাদার প্রশ্নে কখনও আপস করেননি মৌসুমী

‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা

৫ বছর পর মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’

‘বন্ড সই’ দিয়ে হাসপাতাল থেকে শুটিংয়ে কাঞ্চন

বিয়ের জন্য টাকাওয়ালা জামাই চান না মিলা

অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী

হিরো আলমের ‘পরকীয়া’ ফাঁস করবেন রিয়ামণি!

শুধু মায়ার কারণেই একটা সম্পর্ক টিকে থাকে: অপু বিশ্বাস

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us