অভিনেত্রীকে শুধু অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন সাজিদ খান

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২২:৩০:০২
ছবি: সংগৃহীত
২০১৮ সালে বলি-পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মি টু আন্দোলনের অংশ হিসেবে যারা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়। এবার সেই তালিকায় যোগ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের সঙ্গে তার সেই অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীনা।

অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ডাকেন, কিন্তু পরিচালকের অফিসে গেলে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেটা ছিল একেবারে ‘অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য’!

নবীনার কথায়, “এমন এক ভয়ংকর মানুষ আছেন, যার নাম সাজিদ খান, যাকে আমি কখনওই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না। একবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন একটি প্রজেক্টের ব্যাপারে কথা আছে। খুবই উত্তেজিত হয়েছিলাম সেই ডাক পেয়ে। কিন্তু যখন তার অফিসে গিয়ে পৌঁছালাম, তিনি আমাকে আচমকা, সরাসরি বললেন, ‘জামাকাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই কীভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’ এটা কিন্তু ২০০৪ ,২০০৬ সালের কথা ।”

অভিনেত্রীর ভাষায়, শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।

জবাবে আমি বলেছিলাম, ‘যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে’।

‘এসব বলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না....ইত্যাদি ইত্যাদি।

উল্লেখ্য, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা।

এসএম/টিএ

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

‘দুর্গাপুর জংশন’ তৈরির নেপথ্যে মধুবন্তী-প্রসেনজিৎ, অরিন্দম তো ঘুমিয়ে ছিলেন: স্বস্তিকা

বিজ্ঞাপন ও ফটোশুটের ব্যস্ত, সিনেমায় ফিরতে প্রস্তুত মিম

ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি

জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি এবার বড়পর্দায়

এবার ইরেশ যাকেরের পাশে দাঁড়ালেন বাঁধন

ফাঁস হয়ে গেল রচনার গোপন দুর্বলতা

মাধুরী-তৃপ্তির জুটি আবার পর্দায়, সুরেশ ত্রিবেণীর নতুন ছবি ‘মা বোন’-এ চমকপ্রদ কাস্টিং

'আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন?'- প্রভা

চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত পলির

বডিগার্ড সিনেমা থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়?

বয়সের ছাপ মুছতে 'হাইফু' থেরাপি করালেন দীপিকা

লন্ডনে থাকতে চান বিরাট-অনুষ্কা, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী

ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন চমক

পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us