সহ-অভিনেতাকে চড়! মর্যাদার প্রশ্নে কখনও আপস করেননি মৌসুমী

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২১:৫৪:০১
ছবি: সংগৃহীত
ভারতীয় প্রবীণ অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। তিনি বেশি রাখঢাক পছন্দ করেন না, সব কিছুরই সোজা সাপটা জবাব দিয়ে থাকেন। যে যত বড় অভিনেতা বা পরিচালক হোন না কেন, নায়িকার চোখে যেটা অন্যায় সেটার সব সময় প্রতিবাদ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পুরুষসহ-অভিনেতা কখনও সীমা অতিক্রম করলে তাকেও উচিত শিক্ষা দিয়েছে। এক অভিনেতাকে নাকি তিনি চড়ও মেরে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী এই বিষয়ে কথা বলেছেন।

জানিয়েছেন স্পষ্টবাদী হওয়ার কারণে কীভাবে তাকে নানা ক্ষতির মুখেও পড়তে হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের সেটাই প্রাপ্য ছিল, তারা পুরুষতান্ত্রিক ছিল, কিন্তু আমি এর জন্য তাদের দোষ দিচ্ছি না।’

‘মুদ্রার দুটো পিঠকেই দেখতে হবে। নায়করা নায়িকাদের সঙ্গে প্রেম করতেন, এবং তারা আশা করতেন যে নায়িকারা প্রতিদানও দেবে। এই একমাত্র উপায় যা তারা জানতেন। তারা আর অন্য কোনও উপায় জানতেন না। পুরুষরা মা, স্ত্রী ও বোনের আদরে বড় হয়।’

সেই সাক্ষাৎকারেই মৌসুমী জানান, তিনি কখনও আপস করার পক্ষে ছিলেন না। এর জন্য তাকে কয়েকটি কাজ থেকে বাদও পড়তে হয়েছে। তাই কি গুলজারের ‘কোশিশ’ ছবিতে নায়িকার কাজ করার কথা থাকার পরও সেখানে তার বদলে জয়া বচ্চনকে দেখা যায়?

এই প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘আমি আমার মর্যাদার সঙ্গে কখনও আপস করব না, যাই হোক না কেন। তবে সে সব এখন অতীত। পড়ে গুলজার এবং আমি ‘আঙুর’ কাজ করেছি। আর কাকতালীয় ভাবে, হরিভাই (সঞ্জীব কুমার) ‘কোশিশ’-এও নায়ক ছিলেন, পড়ে আমার ছবি ‘আঙুর’ -এও আমার নায়ক হন। আমি অনেক কাজ হারিয়েছি কারণ আমি কারও অহংকারের কাছে নতি স্বীকার করিনি কখনও।’

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ‘বালিকা বধূ’ ছবিতে নায়িকা হয়ে মৌসুমী চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। পাঁচ বছর পর, তিনি ‘অনুরাগ’ ছবির মাধ্যমে বি-টাউনে পা রাখেন। ৭০-এর দশকে তিনি অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, রাজেশ খান্নার মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছিলেন।

এফপি/টিএ

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

‘দুর্গাপুর জংশন’ তৈরির নেপথ্যে মধুবন্তী-প্রসেনজিৎ, অরিন্দম তো ঘুমিয়ে ছিলেন: স্বস্তিকা

বিজ্ঞাপন ও ফটোশুটের ব্যস্ত, সিনেমায় ফিরতে প্রস্তুত মিম

ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি

জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি এবার বড়পর্দায়

এবার ইরেশ যাকেরের পাশে দাঁড়ালেন বাঁধন

ফাঁস হয়ে গেল রচনার গোপন দুর্বলতা

মাধুরী-তৃপ্তির জুটি আবার পর্দায়, সুরেশ ত্রিবেণীর নতুন ছবি ‘মা বোন’-এ চমকপ্রদ কাস্টিং

'আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কী করেছেন?'- প্রভা

চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত পলির

বডিগার্ড সিনেমা থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়?

বয়সের ছাপ মুছতে 'হাইফু' থেরাপি করালেন দীপিকা

লন্ডনে থাকতে চান বিরাট-অনুষ্কা, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী

ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন চমক

পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us