ছবি: সংগৃহীত
আবারও নতুন চরিত্রে ধরা দিতে চলেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোনা যাচ্ছে, তিনি নাকি নতুন করে প্রেমে পড়েছেন! কিন্তু, এইবার প্রেমের গল্পটি একটু ভিন্ন — এবার তিনি জড়াচ্ছেন সমকামী সম্পর্কে। তবে বাস্তবে নয়, বড় পর্দায়।
পরিচালক পায়েল চৌধুরীর আসন্ন ছবি ‘বৃষ্টির রাত্রি’ তে প্রিয়াঙ্কা এবং জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পামেলা একসঙ্গে দেখা দেবেন। এই ছবির কাহিনিতে রয়েছে এক জটিল এবং আবেগঘন সমকামী প্রেমের সম্পর্ক। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ছবির ফার্স্ট লুক, যা ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
‘বৃষ্টির রাত্রি’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে সমকামী সম্পর্ক কাহিনির গুরুত্বপূর্ণ অনুঘটক হলেও, গল্পের মূল ফোকাস মানুষের মানসিক জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা সরকার, যিনি এক জটিল এবং বহুস্তর বিশিষ্ট চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে থাকছেন পামেলা।
পরিচালক পায়েল চৌধুরী জানান, “এই ছবি শুধুমাত্র একটি সমকামী প্রেমের গল্প নয়, বরং এটি একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। গল্পের প্রয়োজনেই এই সম্পর্ক এসেছে, আর পাঁচটা সম্পর্কের মতো করেই। প্রিয়াঙ্কা এবং পামেলাকে ভেবেই আমি এই চিত্রনাট্য তৈরি করেছি।”
গল্পে দেখা যাবে, ‘বৃষ্টি’ নামের এক প্রতিভাবান নারী পরিচালক, যিনি মায়ের মৃত্যুর পর একাকীত্বে ডুবে যান। নতুন সিনেমার জন্য গল্প লিখতে তিনি শহরের বাইরে একটি ফার্ম হাউসে আসেন। সেখানেই তার পরিচয় হয় এক দম্পতি — ‘নীলেশ’ ও ‘রাত্রি’র সঙ্গে। ধীরে ধীরে ‘রাত্রি’র প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে থাকেন বৃষ্টি, এবং এখান থেকেই গল্প মোড় নেয় এক রহস্যময় পথে।
ছবির চিত্রগ্রহণে রয়েছেন তন্ময় আচার্য, সম্পাদনায় অয়ন আচার্য। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য সরকার এবং প্লেব্যাকে কণ্ঠ দেবেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।
এসএম