ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি ও স্পিনার দানিশ কানেরিয়ার সম্পর্ক বরাবরই উত্তপ্ত। পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর এই দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।
আফ্রিদি সম্প্রতি দাবি করেন, ভারতীয় সেনাবাহিনী পহেলগামে হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে। তিনি বলেন, “ভারতে বাজি ফাটলেও পাকিস্তানের ঘাড়ে দোষ চাপানো হয়। কাশ্মীরের আট লাখ সেনা রয়েছে ভারতের। তাও এমন ঘটনা ঘটল। এক ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীরা হত্যালীলা চালিয়েছে। সে সময় এক জন জওয়ানও সেখানে যায়নি। তার মানে ভারতীয় সেনা পর্যটকদের নিরাপত্তা দিতে পারেনি। পরে ঘটনাস্থলে পৌঁছেই পাকিস্তানকে দোষ দিতে শুরু করে।”
এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দানিশ কানেরিয়া। তিনি বলেন, “আফ্রিদি সব সময় চরমপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। আমার মতে আফ্রিদিকে ভারতীয় টেলিভিশন বা কোনও মঞ্চেই সুযোগ দেওয়া উচিত নয়। এই আফ্রিদিই আমায় ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেয়। আমার সঙ্গে খাবার ভাগ করে খেতেও রাজি হয়নি। ওর আচরণ আমার অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল।”
এছাড়া, কানেরিয়া আরও বলেন, “শাহিদ আফ্রিদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ও আমাকে দলে জায়গা না দিয়ে, অন্যদেরও আমার বিরুদ্ধে প্ররোচিত করেছে।” তিনি দাবি করেন, “আমি পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলেছি, কিন্তু আফ্রিদির কারণে আমার ওয়ানডে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।”
অন্যদিকে, আফ্রিদি কানেরিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “কানেরিয়া এখন অর্থ ও খ্যাতির জন্য এসব বলছে। সে যদি তখন অভিযোগ করত, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা হাবিব ব্যাংক লিমিটেডের কাছে অভিযোগ করতে পারত।”
এসএম