ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি গুরু নানকের বেশে একটি ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে ছবিটি দেখে প্রশ্ন তুলেছেন, তাহলে কি আমির শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ভূমিকায় অভিনয় করবেন? কিছু নেটিজেন এই ছবি দেখে কটাক্ষও করেছেন।
তবে, আমির খানের টিম এই ছবি সম্পর্কে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, এটি একটি ভুয়া ছবি। বিবৃতিতে বলা হয়েছে, “গুরু নানকের বেশে আমির খানের যে পোস্টার ভাইরাল হয়েছে, তা সর্বৈব ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না আমির খান। তাছাড়া উনি নিজেও শিখ গুরু নানককে ভীষণ শ্রদ্ধা করেন, তাই গুরু নানকের অসম্মান হয়, এমন কোনও কাজ তিনি করবেন না। দয়া করে এসব ফাঁদে পা দেবেন না।”
এই ছবির নিন্দা করেছেন পাঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা প্রীতপাল সিং বালিয়াওয়াল। তিনি এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, “গুরু নানকজির বেশে আমির খানের ভুয়ো পোস্টার এবং টিজারের তীব্র নিন্দা জানাই। এটা ইচ্ছাকৃতভাবে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত। এহেন ঘৃণ্য আক্রমণ এবং শিখ সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করছি।”
উল্লেখ্য, এই ছবি ২০১২ সালের অক্টোবর মাসে হজ করতে গিয়ে আমির খান, শহীদ আফ্রিদি এবং মাওলানা তারিক জামিলের একটি পুরনো ছবির অংশ হিসেবে ভাইরাল হয়েছে। তবে, ছবির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।
আমির খানের টিমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “আমির খান কখনও শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ভূমিকায় অভিনয়ের জন্য কোনও প্রজেক্টে কাজ করেননি। এই ছবি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।”
এই ধরনের ভুয়া ছবি ও তথ্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত না করতে অনুরোধ জানিয়েছেন আমির খানের টিম।
এসএম