বিশ্বনেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ লিও’র

বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সদ্য নির্বাচিত পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকান সিটিতে থেকে বুধবার (১৪ এপ্রিল) ইস্টার্ন ক্যাথলিক চার্চগুলোর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'এই শান্তি যেন বিরাজমান থাকে, তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।'
 
বিশ্বের ১৪০ কোটির বেশি ক্যাথলিকের এই নতুন ধর্মগুরু বলেন, পবিত্র ভূমি থেকে শুরু করে ইউক্রেন, লেবানন থেকে সিরিয়া, মধ্যপ্রাচ্য থেকে টিগরাই ও ককেশাস পর্যন্ত— আমরা কতই না সহিংসতা প্রত্যক্ষ করছি।

তিনি বলেন, এই সময়েও আপনারাই পারেন আশা ও সংহতির গান গাইতে। স্রষ্টার কৃপায় যারা সংঘাতের মধ্যেও শান্তির বীজ বপন করে যাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।পোপ লিও বলেন, বিশ্বের মানুষ শান্তি চায়, আর সে কারণে আমি বিশ্বের নেতাদের উদ্দেশে হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাই আসুন, আমরা একত্র হই, কথা বলি, আলোচনা করি।

এমআর/এসএন

Share this news on: