যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে বুধবার (১৪ মে) বাদ এশা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।

সাম্যের চাচা কায়ছার আলম বলেছেন, বাদ এশা জানাজা অনুষ্ঠিত হবে সড়াতৈল হাফিজিয়া মাদ্রাসা মাঠে। এরপর তাকে সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সাম্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার মরদেহের অপেক্ষায় আছেন। সাম্য ছিলেন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন সক্রিয় সংগঠক।


এফপি/টিএ 

Share this news on: