ঘুম থেকে উঠেই বাগানে দেখা গেল বিশাল জাহাজ

ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বিশাল জাহাজ আপনার বাড়ির উঠোনের সামনে ঠায় দাঁড়িয়ে আছে, তাহলে কেমন লাগবে? আতঙ্কিত হবেন নিশ্চয়ই!বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে নরওয়ের জোহান হেলবার্গ নামের এক ব্যক্তির সঙ্গে।

নরওয়েজীয় এই ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই দেখলেন, তার সামনের বাগানে এসে ধাক্কা মেরেছে বিশাল এক কনটেইনার জাহাজ!

ওই বিশাল কার্গো জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট উপকূলে উঠে পড়ে। আর সেটি জোহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানে গিয়ে থামে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৩৫ মিটার দৈর্ঘ্যের ‘এনসিএল সাল্টেন’ নামের সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি আর একটু হলে তার বাড়ির ওপরেই উঠে যেত।

মজার বা দুঃখের বিষয় যাই বলেন না কেন, জাহাজটি যখন উপকূলে ছুটে আসছিল, তখন হেলবার্গ কিছুই টের পাননি। জাহাজটিকে বেদম (প্রায় ৩০ কিলোমিটার) গতিতে ছুটে আসতে দেখে আতঙ্কিত এক প্রতিবেশী হেলবার্গকে ঘুম থেকে ডেকে তোলেন। তার পরেই তিনি নিজ চোখে বিষয়টি দেখতে পান।

হেলবার্গ স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিটু-কে বলেন, ‘আমি জানালার দিকে তাকিয়ে দেখি বিশাল এক জাহাজ ঠিক সামনে দাঁড়িয়ে। এর ওপরের অংশ দেখতে আমাকে রীতিমত ঘাড় বাঁকাতে হলো। পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য’।

প্রতিবেশী জোস্টেইন ইয়োর্গেনসেন জানান, জাহাজটি পুরো গতিতে তীরের দিকে এগিয়ে আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি দ্রুত হেলবার্গের বাড়িতে ছুটে যান।

টিভিটু-কে বলেন, ‘আমি ভেবেছিলাম সে (হেলবার্গ) হয়তো আগেই বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাড়ির ভেতরে কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। বারবার দরজার বেল বাজিয়েও কোনো সাড়া পাইনি। পরে ফোন করে তাকে পাই’।

এদিকে এএফপির জানিয়েছে, উপকূলে উঠে যাওয়া জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে নরওয়েজীয়, লিথুয়ানিয়, ইউক্রেনীয় ও রুশ নাগরিকও ছিলেন।

ট্রন্ডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে ওর্কানগারের দিকে যাওয়ার পথে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। নরওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগেও জাহাজটি ২০২৩ সালে তীরে উঠে পড়েছিল। তবে সে ঘটনায় নিজ শক্তিতেই পুনরায় পানিতে ফিরে যেতে পারে।

এবারে ঘটনা প্রসঙ্গে হেলবার্গ বলেন, ‘আপাতত জাহাজটি বেশ বড়সড় এক নতুন প্রতিবেশী। তবে আশা করি, এটি খুব তাড়াতাড়িই চলে যাবে’।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভ্রমণ ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস May 24, 2025
img
যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন May 24, 2025
img
আমাদের সঙ্গে উদযাপন করার জন্য ফারিণ ও নিশো ভাইকে ধন্যবাদ: প্রীতম হাসান May 24, 2025
img
হবিগঞ্জে এনসিপির মতবিনিময় সভা May 24, 2025
img
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের May 24, 2025
img
'পর্দায় আমার সঙ্গে প্রসেনজিৎ থাকলে সব কিছু ভুলে যাই' May 24, 2025
img
'এখনও স্বামী মারা গেলে সব দোষ পড়ে মেয়েদের ঘাড়ে' May 24, 2025
img
যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন May 24, 2025
img
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার May 24, 2025
img
ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫৬ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ May 24, 2025
img
ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের May 24, 2025
img
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি May 24, 2025
img
কখন কী হয়ে যায়, সবাই আতঙ্কের মধ্যে আছে : আসাদুজ্জামান রিপন May 24, 2025
img
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ May 24, 2025
img
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের May 24, 2025
img
সাবেক ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব : কারা অধিদপ্তর May 24, 2025
img
রাজধানীর যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ May 24, 2025
img
জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা May 24, 2025
img
ব্যক্তি-দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য সমুন্নত রাখার আহ্বান শিবিরের May 24, 2025
img
সংবাদ সম্মেলন ডাকল এনসিপি May 24, 2025