আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যেকোনো সময় অনুষ্ঠিত হবে।’

বুধবার (২৮ মে) প্রফেসর ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো সাক্ষাৎ করতে গেলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, ‘অধ্যাপক ইউনূস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রেসসচিব বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ইউনূস জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো– সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে। যে জগাখিচুড়ি তৈরি হয়েছে, তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত ১০ মাসে জাপান আমাদের সব ধরনের সহায়তা দিয়েছে।

আমি জাপানকে তার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। এটি এক অর্থে ধন্যবাদ সফর।’

প্রফেসর ইউনূস পরিবর্তনগুলো স্বচক্ষে দেখার জন্য আসাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আসোর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতা বলেন, অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) স্বাক্ষর বাংলাদেশে আরো জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে।
আগস্টের মধ্যে আলোচনা শেষ করে সেপ্টেম্বরে চুক্তি সই করবে বলে আশা করছে বাংলাদেশ।

চুক্তি সই হলে জাপানই হবে বাংলাদেশের সঙ্গে ইপিএ করা প্রথম দেশ।

প্রধান উপদেষ্টা জাপানের আইনপ্রণেতাদের কাছে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের এজেন্ডা এগিয়ে নিতে তাদের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের অন্যান্য শরণার্থী সংকট থেকে আলাদা, কারণ তারা তাদের বাড়ি ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার জন্য ভিক্ষা করছে না।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
যেসব কারণে বোর্ড পরিচালকদের অনাস্থা ফারুকের ওপর May 30, 2025
img
আমি যাদের সাথে কাজ করেছি, সকলেই পরে মেগাস্টার হয়েছেন May 30, 2025
img
‘পরম সুন্দরী’র টিজার দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া May 30, 2025
img
ঈদের চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন May 30, 2025
img
বিছানায় মেসি যেন মৃত এক মানুষ :আর্জেন্টিনার মডেল জোয়ানা গনজালেজ May 30, 2025
img
জয়ার পোস্টে বদলে গেল বুবলির সব কিছু! May 30, 2025
img
পবিস কর্মীদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা May 30, 2025
img
শাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম: জিএম কাদের May 30, 2025
img
শহিদ জিয়ার সেই বিএনপি খুঁজে পাচ্ছি না:আসিফ May 30, 2025
img
জলাবদ্ধতা মোকাবিলায় জরুরি কন্ট্রোল রুম চালু করেছে ডিএনসিসি May 30, 2025
img
যেসব খাবার হাড়ের ক্ষতি করে May 30, 2025
img
অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ May 30, 2025
img
৬৮ বস্তা চালসহ চারজন ইউপি সদস্য আটক May 30, 2025
img
দিনভর বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী May 30, 2025
img
এটা বাংলাদেশ এবং কোনো হেভিওয়েট দল না, কিন্তু এই জয়ই অনেক গুরুত্বপূর্ণ : রমিজ রাজা May 30, 2025
img
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের শঙ্কা May 30, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড May 30, 2025
img
আমার সাথে অন্যায় করা হয়েছে,আইসিসিকে জানিয়েছি :ফারুক আহমেদ May 30, 2025
img
'বাংলাদেশি' হিসেবে খেলবেন ভারত পাকিস্তানের ফুটবলাররা May 30, 2025
img
আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী May 30, 2025