সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
সমাবেশ চলাকালে আচমকাই অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় যান। এরপর সেখানে বুকে ব্যথা অনুভব হওয়ায় দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
আজ বুধবার (২৮ মে) নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে ঘটনাটি ঘটে। হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে ফকিরাপুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে আজ অবস্থান নিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রচণ্ড গরমে তিনি হঠাৎ সমাবেশ চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, পরবর্তীকালে তাকে দ্রুত পাশের পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরে বাসায় যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরএম/এসএন