ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি: খন্দকার মোশাররফ
মোজো ডেস্ক 07:51PM, May 28, 2025
ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
মোশাররফ বলেন, ‘বিএনপি সবচেয়ে আগে সংস্কার চেয়েছে। নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।’
জনগণ নির্বাচনমুখী হলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই।’
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে আসতে তরুণ সমাজের কাছে আহ্বান জানান খন্দকার মোশাররফ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।