সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘ধর্ম-বর্ণ সবার ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।’ বুধবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় আলোকচিত্রের ‘রূপসী বাংলা’ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে দুজন ফটোসাংবাদিককে সম্মাননা দেওয়া হয় এবং তিনজন সেরা ফটোসাংবাদিকের সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ঘোষণা করা হয়।
বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র কিউবার অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিবসহ বিপিজএ সদস্যরা।
শারমিন এস মুরশিদ বলেন, ‘আলোকচিত্র একটি অত্যন্ত ক্ষমতাশীল মাধ্যম। ভাষা যেটা ব্যক্ত করতে পারে না, কিন্তু একটি ছবি হাজারটা কথা ব্যক্ত করতে পারে। আপনারা যারা এই দক্ষতা ধারণ করেন এবং এই ইতিহাসটা যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন তারা হলেন ফটোসাংবাদিক। ফটোসাংবাদিকদের এই আজকের রূপসী বাংলা প্রদর্শনী, বাংলার রূপ মানুষের সম্মুখে আনতে চায়।
এসএন