সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে আছেন পারভেজ ইমন। এরপর যথারীতি লিটন, হৃদয়, জাকের, শামীমরা থাকবেন।
পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। স্পিনে শেখ মেহেদি এবং রিশাদ হোসেনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের আগের দিন অর্থাৎ গতকালও ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পেস বোলিং কোচ শন টেইটের নেতৃত্বে পেসাররাও নিজেদের পরখ নিয়েছেন।
বাংলাদেশের একাদশ:
পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।