যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে। এ বিষয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলের সংবাদপত্র ক্যালকালিস্ট। তাদের অভিযোগ, সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন আভনার নেতানিয়াহু।
গাজায় যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে তীব্র চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। এই সংঘাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলাখ। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের দাবি তুলেছে।
এরইমধ্যে জানা গেছে, যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার (২ জুলাই) ইসরাইলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে পাঁচ লাখ ইউরোর বেশি মূল্য দিয়ে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন নেতানিয়াহুর ছোট ছেলে। কিন্তু এর জন্য ইসরাইলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে।
ইসরাইলি আইনে বিদেশে স্থাবর সম্পত্তি থাকলে নির্ধারিত হারে কর পরিশোধ করতে হয়। কিন্তু ক্যালকালিস্ট-এর অভিযোগ, আভনার নেতানিয়াহু সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন। এই ক্রয়টি এমন এক সময়ে হয়েছিল যখন যুক্তরাজ্যে অর্থনৈতিক অস্থিরতা চলছিল।
এ বিষয়ে আভনার বলেন, তিনি ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার আইডি কার্ডের নাম পরিবর্তন করেছেন, তারপর তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন হয়েছে। এটি একটি ‘প্যাকেজ ডিল’। ইসরাইল এবং ব্রিটেনের কর কর্তৃপক্ষের যা যা প্রয়োজন ছিল সেসব কিছু দেয়া হয় বলেও দাবি করেন তিনি।
এদিকে ক্যালকালিস্টের প্রতিবেদনটি অনলাইনে প্রকাশিত হওয়ার দুই ঘণ্টার মধ্যে ইসরাইলি সামরিক সেন্সর এটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। নেতানিয়াহু পরিবারের সদস্যদের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বচ্ছতা ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে তাদের কর্মকাণ্ড একাধিকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে।
এসএন