বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনে করা এ মামলার প্রধান আসামি গণ-অধিকারের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত ৩১ মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কোতোয়ালী থানা তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকির বাড়ি সড়কে জাপা কার্যালয় ভাঙচুর করেছে। ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন তারা। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।
মামলায় নুরু ও রাশেদ ছাড়াও গণ-অধিকারের জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পদাক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জন নামধারী ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আদালতের আদেশের কাগজপত্র পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলা ও রাত ৯টার দিকে জাপা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
এসএন