অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুল পর্বে টানা তৃতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। হংকং-শ্রীলঙ্কার পর এবার চীনকেও উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা।
রোববার (৬ জুলাই) পুল-‘এ’- এর ম্যাচে চীনকে ৫-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন জয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় চীন। কিন্তু আগের দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারলো চীন।
হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির পুল পর্ব শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় তারা, লঙ্কানদের হারায় ১৩-০ গোলের ব্যবধানে।
রোববার স্বাগতিকদের বিপক্ষে সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ থাকতে থাকতেই বিশাল আহমেদের পাওয়ার হিটে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয় কোয়ার্টারে জালের দেখা পায়নি কোনো দল।
তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় চীন। কিন্তু এরপরই জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল শোধ করে স্বাগতিকরা। আর তাতেই ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
পিএ/ এসএন