ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার পথে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশ অভিনীত এই ছবির অফিসিয়াল টিজার অবশেষে মুক্তি পেয়েছে, এবং মুহূর্তেই তা ইন্টারনেট দুনিয়ায় সৃষ্টি করেছে অভূতপূর্ব উন্মাদনা।
আধ্যাত্মিক আবহ, চোখ ধাঁধানো ভিএফএক্স ও দৈবিক পরিবেশে সাজানো এই চলচ্চিত্রের টিজারকে অনেকে বলছেন, “ভারতীয় সিনেমার ইতিহাসের নতুন সূচনা।” অনেকে একে বলছেন ‘সিনেমাটিক মহাকাব্য’।
প্রথমে ‘রামায়ণ’ তৈরির জন্য বাজেট ধরা হয়েছিল প্রায় ৮৩৫ কোটি রুপি। কিন্তু সম্প্রতি প্রযোজকরা জানিয়েছেন, সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬০০ কোটিতে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। দুই পর্বে নির্মিত এই ছবির প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।
‘রামায়ণ’-এর লক্ষ্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের সিনেমা বাজার। পরিচালক নীতেশ তিওয়ারি যিনি এর আগে ‘দঙ্গল’ পরিচালনা করে বিশ্বব্যাপী প্রায় ২০৫৯ কোটি রুপি আয় করেছিলেন, এবার তিনি নিজের সেই রেকর্ড ভাঙার দিকেই তাকিয়ে আছেন।
ছবিটি মুক্তি পাবে আইম্যাক্স ও থ্রিডি সংস্করণে, একাধিক ভাষায়। এই মুহূর্তে ‘বাহুবলি ২’ এবং ‘পাঠান’ সর্বোচ্চ ওপেনিং ডে ও উইকেন্ড আয়ের রেকর্ড গড়েছে। তবে ‘রামায়ণ’ ধর্মীয় সংযোগ, প্যান-ইন্ডিয়া তারকা এবং উৎসবকেন্দ্রিক মুক্তির জন্য এই রেকর্ডও ভাঙতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
বিশ্বজুড়ে সর্বাধিক স্ক্রিনে মুক্তি পাওয়া ছবির তালিকায় ‘আরআরআর’ ও ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’ এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। তবে ‘রামায়ণ’ সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলেই আশা করা হচ্ছে।
‘দঙ্গল’-এর সাফল্য যে তিনি কাকতালীয়ভাবে পাননি, তা এবার আবারও প্রমাণ করতে চলেছেন নীতেশ তিওয়ারি। ঐতিহ্যবাহী কাহিনি নিয়ে ভক্তিপূর্ণ আবহ, অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিনয়ের মেলবন্ধনে তিনি এই প্রকল্পটি নির্মাণ করছেন, যা ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্তরে নতুন এক মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করছে চলচ্চিত্র বিশ্লেষক মহল।
এই মুহূর্তে বলা কঠিন যে, ‘রামায়ণ’ সত্যিই কি বিশ্বজুড়ে ফেনোমেনন হয়ে উঠবে। কিন্তু যতদূর লক্ষণ দেখা যাচ্ছে, এটি হতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম বড় অর্জন, শিল্প ও বাণিজ্যিক দিক থেকে। যদি গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটে, তাহলে এটি কেবল একটি ব্লকবাস্টার নয়, বরং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক সিনেমা হিসেবে ইতিহাসে স্থান করে নিতে পারে।
এমআর/টিকে