ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি স্থানে ভাঙন, ডুবে যাচ্ছে জনপদ

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টা পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুইটি, অলকায় তিনটি, শালধর এলাকায় একটি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় একটি ও ফুলগাজীর দেড়পড়া এলাকার দুইটি স্থানে ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় দুইটি, বেড়াবাড়িয়ায় একটি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পরশুরামের মধ্যম ধনীকুন্ডা এলাকার বাসিন্দা নাহিদা সুলতানা বলেন, সন্ধ্যার পরে ঘরে পানি ঢুকতে শুরু করেছে। পরবর্তী সময়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে আশ্রয় নিয়েছি। গেল বছরের বন্যায়ও সব জিনিসপত্র নষ্ট হয়েছে। বছর না ঘুরতে আবার আমাদের স্বপ্ন পানিতে ডুবছে।

মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙামাটিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতির কারণে বল্লামুখা বাঁধের প্রবেশ মুখটি বন্ধ করা হয়নি। সময়মতো বাঁধের এ স্থানটি বন্ধ করা হলে পানি প্রবেশ করার সুযোগ ছিল না। প্রতিবছরই কিছু মানুষের দায়সারা কাজের কারণে বড় একটি জনগোষ্ঠীর ভোগান্তি পোহাতে হয়।

পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, মাঠপর্যায়ে থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মানুষজন এখনো আশ্রয়কেন্দ্রে আসছে না। বিভিন্ন পয়েন্টে ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম গণমাধ্যমকে বলেন, উপজেলায় তিনটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থানে ভাঙনের তথ্য পেয়েছি। ইতোমধ্যে শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন। তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বুধবার (৯ জুলাই) উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। বুধবার ও বৃহস্পতিবারও জেলাজুড়ে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাত ১২টার পর মুহুরী নদীর পানি কিছুটা কমেছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাঁধ ভাঙনের শঙ্কা রয়েছে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন।

দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।



 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক আলোচনার জন্য যোগাযোগ করেছে: ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় Jul 09, 2025
img
এএফসি ম্যাচের জন্য আবাহনীর ভেন্যু চূড়ান্ত Jul 09, 2025
img
যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে Jul 09, 2025
img
নারী ভক্তকে ব্যবহার করে মামলা উদ্দেশ্যপ্রণোদিত : ডিপজল Jul 09, 2025
img
কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর Jul 09, 2025
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে মির্জা ফখরুল Jul 09, 2025
img
৫৩ বছর ধরে উল্টো পথে ঘুরছে জাতি: সাকি Jul 09, 2025
img
শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে: আসিফ নজরুল Jul 09, 2025
img
জুলাই সনদ ও পিআর পদ্ধতি দ্রুত কার্যকরের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির Jul 09, 2025
img
'রামায়ণ' ফ্র্যাঞ্চাইজিতে ১৫০ কোটি টাকার চুক্তি করেছেন রণবীর Jul 09, 2025
img
২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা Jul 09, 2025
img
পরিবর্তিত ধরনে বাড়ছে ডেঙ্গুর প্রভাব, জটিল হচ্ছে রোগীর অবস্থা Jul 09, 2025
img
জুনে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে Jul 09, 2025
img
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেল ৩১ জনের Jul 09, 2025
img
কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে পেনাল্টিতে হেরে শমিত সোমদের স্বপ্নভঙ্গ! Jul 09, 2025
img
গিলের প্রশংসা করতে গিয়ে তর্কে জড়ালেন শাস্ত্রী-কার্তিক Jul 09, 2025
img
আবহাওয়ার বিপর্যয়ে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 09, 2025
img
এবার অরিজিতকে নিয়ে অমাল মালিকের বিস্ফোরক মন্তব্য Jul 09, 2025
img
দাতা সংস্থাগুলোর যৌক্তিক পরামর্শ গ্রহণে ক্ষতি নেই: অর্থ উপদেষ্টা Jul 09, 2025
img
পিএসজির মুখোমুখি হওয়ার আগেই সংকটে রিয়াল Jul 09, 2025