মাছের দামাদামি নিয়ে বাকবিতণ্ডার জেরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মাছ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে ওসি।
রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৯টার পর রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার বিএনপি বাজারে মাছ ব্যবসায়ীদের সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দরদাম নিয়ে বাকবিতণ্ডা হয়।
এক সময় বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্য ধাওয়া পালটা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন। এই ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা দায়ের করেছে বলে জানান শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক।
তিনি আরও বলেন, মামলার কাজ আইন মোতাবেক চলমান রয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরে বাংলা নগর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।
আরআর