চেলসির ঝুলিতে বিশাল অঙ্ক, ক্লাব বিশ্বকাপে কোন দল কত টাকা পেল?

শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আসর বসেছিল। ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেইকে (পিএসজি) মাটিতে নামিয়ে এনে ৩-০ গোলে শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে লন্ডনের ক্লাবটির হাতে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উঠল। ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইংলিশ ক্লাবটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২টি ক্লাবের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ১ বিলিয়ন ডলার (প্রায় ৭২৬ মিলিয়ন পাউন্ড)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে দলগুলোকে ৫২৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেবল অংশগ্রহণের জন্য এবং বাকি ৪৭৫ মিলিয়ন ডলার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বণ্টন করা হয়েছে।

শিরোপাজয়ী চেলসি পেয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা)। এর মধ্যে ২ কোটি ৮৩ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ। আর ৮ কোটি ৪৬ লাখ ডলার তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসির পকেটে ঢুকেছে প্রায় ৪ কোটি ডলার বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা।

রানার্সআপ পিএসজিও আর্থিকভাবে কম লাভবান হয়নি। প্যারিসের ক্লাবটি পেয়েছে ১০ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ২৮৬ কোটি টাকা। ইউরোপের ক্লাবগুলো পেয়েছে গড়ে ৩৯ মিলিয়ন পাউন্ড। দক্ষিণ আমেরিকান দলগুলো পেয়েছে গড়ে ২৪ মিলিয়ন পাউন্ড। অকল্যান্ড সিটির মতো একটি অপেশাদার ক্লাবও পেয়েছে ৩.৩ মিলিয়ন পাউন্ড—যা তাদের ২০২৪ সালের পুরো আয় থেকে সাতগুণ বেশি।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজমানি ছিল ক্লাব বিশ্বকাপে। ওই আসরে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলার।

প্রসঙ্গত, নতুন ফরম্যাটের ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নেয়। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ৮ গ্রুপে ভাগ হয়ে মাঠে গড়িয়েছে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নকআউট পর্বে ছিল।

সবমিলিয়ে হয়েছে ৬৩টি ম্যাচ।

গত ১৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পর্দা উঠেছিল ক্লাব বিশ্বকাপের। ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হয় টুর্নামেন্টটির ফাইনাল।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২ Jul 14, 2025
img
জার্মান পার্লামেন্টে রংধনু পতাকা উত্তোলন নিষিদ্ধ Jul 14, 2025
img
৫০ ডিগ্রির ভয়াবহ গরমে কাঁপছে আমিরাত Jul 14, 2025
img
উচ্চকক্ষকে দুর্বল করার অপচেষ্টা চলছে: আখতার হোসেন Jul 14, 2025
img
সাগরে নিম্নচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত Jul 14, 2025
img
রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সম্প্রদায়েরও বড় দায় আছে : কক্সবাজারে দুই উপদেষ্টা Jul 14, 2025
img
সিআইডি সেজে প্রবাসীর স্বর্ণালংকার লুট, মুক্তিপণ দাবি করে অপহরণ Jul 14, 2025
img
সালাউদ্দিনকে সরানোর কোনো ভাবনা নেই বিসিবির Jul 14, 2025
img
তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু দাবী ফখরুলের Jul 14, 2025
সাকিব অ্যাভেইলেবল ক্রিকেটার, তার সঙ্গে কথা বলা হবে; বিসিবি সভাপতি বুলবুল Jul 14, 2025
img
মিটফোর্ডের ঘটনা নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা: তারেক রহমানের উপদেষ্টার স্ট্যাটাস Jul 14, 2025
img
১০ বছরে লিটন নিজের সামর্থ্যের অর্ধেকও দেখাতে পারেনি, দাবি পাইলটের Jul 14, 2025
img
জগন্নাথে প্রার্থনা শেষে প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মগ্ন শুভশ্রী-ইশা Jul 14, 2025
img
জনতার বাধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন প্রিন্স মামুন Jul 14, 2025
img
পোষ্যের অসুস্থতায় ভেঙে পড়েছেন অনামিকা, ভিডিওতে উঠে এল অভিযোগ Jul 14, 2025
img
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড Jul 14, 2025
img
গামছা দিয়ে মুখ ঢেকে শুটিং লোকেশন ঘুরছেন অরিজিৎ Jul 14, 2025
img
কান্তারার পর এবার রাজা শ্রীকৃষ্ণ দেব রায়! রিশভের সম্ভাব্য নতুন রূপ Jul 14, 2025
img
ব্রেভিস-হারমানদের নৈপুণ্যে জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার Jul 14, 2025
img
মালায়লাম সিনেমায় ভয় পান শিল্পা, জানালেন নিজেই Jul 14, 2025