বিশ্বে গ্রহণযোগ্য হবে এমন বিচার করতে চাই : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি। আমরা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি বিচার করতে চাই। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আবু সাঈদের মৃত্যুর ভিডিও দেখে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার অধিকার নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিন্তু তার মতো এভাবে কেউ মারা যাননি। এটা জেনে শতশত তরুণ আত্মত্যাগ করেছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

এসময় সম্মানিত অতিথি হিসেবে পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‍্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্ত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করা হয়।

এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে ভোর থেকেই শহীদ আবু সাঈদের কবরের চারপাশে নীরবতা ভাঙে কান্না, শোক আর শ্রদ্ধার স্রোতে। শহীদ আবু সাঈদের কবরে ফুল হাতে দাঁড়িয়েছিলেন তার মা-বাবা, শিক্ষক, সহপাঠী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জুলাই আন্দোলনের এ মহানায়কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আকসার ২’ শুটিংয়ে অপ্রীতিকর অভিজ্ঞতা শেয়ার করলেন জেরিন Jul 16, 2025
img
গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ Jul 16, 2025
img
৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম Jul 16, 2025
img
কিংসের অনুশীলন মাঠে সাফের ম্যাচ, দর্শকশূন্য আয়োজন Jul 16, 2025
img
তারেক রহমানের সভাপতিত্বে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Jul 16, 2025
img
মুক্তির আগেই ফাঁস হলো রজনীকান্তের ‘কুলি’র গল্প Jul 16, 2025
img
গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরের পদযাত্রা স্থগিত করল এনসিপি Jul 16, 2025
img
হামলা যে মাত্রারই হোক গ্রহণযোগ্য নয়, অবশ্যই শাস্তির আওতায় আসবে : উপদেষ্টা রিজওয়ানা Jul 16, 2025
img
ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন Jul 16, 2025
img
আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য : আখতার হোসেন Jul 16, 2025
img
স্ট্রেঞ্জার থিংসের শেষ লড়াই, প্রকাশিত হলো পঞ্চম মৌসুমের টিজার Jul 16, 2025
img
আবারও ৩০ বিলিয়ন ছাড়াল রিজার্ভ Jul 16, 2025
img
সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ ও বেনি Jul 16, 2025
img
টাইগারদের দাপুটে বোলিংয়ে ১৩২ রানে থামলো শ্রীলঙ্কা Jul 16, 2025
img
ক্ষুদে ভক্তকে জড়িয়ে ধরে সবার হৃদয় জয় করলেন সালমান খান Jul 16, 2025
img
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই : হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল Jul 16, 2025
img
জন্মদিনে স্ত্রীর গালে চুমু এঁকে প্রেম প্রকাশ ভিকির Jul 16, 2025
img
কোথায় হারিয়ে গেলেন ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা Jul 16, 2025
img
‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামে গান নিয়ে এলেন সায়ান Jul 16, 2025
img
সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা Jul 16, 2025