সরকারি কলেজগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে বিশেষ বিসিএস পরীক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২১ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে কেবল সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা এবং আবেদনের সময়সীমা শিগগিরই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মূলত, দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক স্বল্পতা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর সমস্যা হিসেবে বিদ্যমান ছিল। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে যেমন ব্যাঘাত ঘটছিল, তেমনি উচ্চশিক্ষার মান রক্ষায়ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছিল। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছিল। বিশেষ করে নিয়মিত বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় দীর্ঘদিন ধরেই শূন্য পদ পূরণেও ধীরগতি লক্ষ করা যাচ্ছিল। ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছিল, তেমনি অন্যদিকে কলেজ প্রশাসন একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিল।
এমন অবস্থায় বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষক সংকট অনেকটাই কাটিয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এফপি/এসএন