উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের জন্য পর্যাপ্ত রক্ত সংগ্রহে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ বিষয়ে অহেতুক ভিড় না করতে ডোনারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কারণ এতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. সায়েদুর রহমান জানান, রক্তের পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক ডোনারও প্রস্তুত আছেন। তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগতে পারে। তাও লাগলে আমরা বলবো। তিনি দগ্ধদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি আরও জানান, সার্বিক বিষয়ে ৬ থেকে ৮ ঘণ্টা পর ব্রিফ করা হবে। এদিকে রোগীদের স্বার্থে বার্ন ইন্সটিটিউট ঘিরে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। পরিচয়পত্র এবং অসুস্থতার প্রমাণ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।
কেএন/টিকে