চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর, আসছে বহুল প্রতীক্ষিত ‘জলি এলএলবি ৩’। কোর্টরুমে আবারও মুখোমুখি হতে চলেছে দুই জলি, আর তাতেই উত্তপ্ত হতে চলেছে পর্দার বিচারালয়। নির্মাতারা খুব শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন সিনেমাটির অফিসিয়াল টিজার, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি করেছে প্রবল কৌতূহল।
এই পর্বে একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার ও অর্শদ ওয়ারসি। দুইজনই নিজ নিজ জলি চরিত্রে আবারও রূপদান করছেন। একজন স্মার্ট, মার্জিত ও কৌশলী, আর অন্যজন রাস্তায় বেড়ে ওঠা, খাঁটি মাটির ছেলে। দুই জলি মানেই দুই ধরণের আইনজীবী, দুই ধরণের বিচার প্রক্রিয়া, আর সেই দ্বন্দ্বেই তৈরি হবে সিনেমার মূল রসায়ন।
পরিচালনার চেয়ারে এবারও রয়েছেন সুবাষ কপূর, যিনি আগের দুই কিস্তিতেও তার ব্যতিক্রমী নির্মাণশৈলীতে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এই তৃতীয় কিস্তিতেও সমাজের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হবে হাস্যরস আর কড়া আইনি তর্কের ভেতর দিয়ে।
‘জলি এলএলবি ৩’ ইতোমধ্যেই বলিউডের ২০২৫ সালের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে। টিজার প্রকাশের আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে।
দর্শক অপেক্ষায় আছেনকে জিতবে এবার? কোর্টরুমে কি আবারও হবে হাসির ঝড়, না কি থাকছে কোনও গুরুগম্ভীর বার্তা? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, যখন প্রকাশ পাবে সিনেমাটির প্রথম ঝলক।
এমআর/টিকে