প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাইলস্টনে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের সেবা দিতে আসা ভারতীয় মেডিক্যাল টিমের সদস্যরা।
রোববার (২৭ জুলাই) রাতে ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ভারতীয় মেডিক্যাল টিমের সদস্যরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তারা মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকায় এসেছেন।
তারা প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশ যদি চিকিৎসা সরঞ্জাম বা আহতদের পুনর্বাসন সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন মনে করে, তাহলে ভারত তা সরবরাহে প্রস্তুত।
যদি কোনো রোগীর ভারতে চিকিৎসার প্রয়োজন হয়, তবে সেটিরও দ্রুত ব্যবস্থা করা সম্ভব।
ভারতীয় চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গৃহীত ব্যবস্থা ও এনআইবিপিএস টিমের কার্যপ্রণালী দেখে সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকায় আগত ভারতীয় মেডিক্যাল টিমে ছিলেন দুজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন নার্সিং সহকারী, যারা দিল্লির আরএমএল হাসপাতাল ও সফদারজং হাসপাতালে কর্মরত। তারা গত ২৩ জুলাই ঢাকায় পৌঁছান এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দফা পরামর্শ সেশন সম্পন্ন করেন।
আগামীকাল তারা গুরুতর রোগীদের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনার শেষ সেশন সম্পন্ন করে ভারতে ফিরে যাবেন।
এমআর