গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলায় জড়িতসহ একাধিক মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
রোববার (২৮ জুলাই) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে তাদের আটক করে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং ছাত্রদলের একাধিক নেতাকর্মীরা আদালত চত্বর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে। পরে তাদের মোবাইল ফোন ঘাটাঘাটি করে গোপালগঞ্জে এনসিপি নেতার উপর হামলার ছবি এবং অন্যান্য আপত্তিকর কনটেন্ট পাওয়া যায়।
ঘটনার পরপরই তাদের পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২৮ তারিখ বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ পিরোজপুর সদর থানায় এসে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন - গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত রাজা শেখের ছেলে ইসরাইল হোসেন ইসরাফিল (২৫) ও টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙা এলাকার মৃত ইউসুফ হোসেনের ছেলে খোকন হোসেন সম্রাট (২৭)। আটক ইসরাফিলের নামে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে সম্রাটের নামে টুঙ্গিপাড়া থানায় পেনাল কোড,সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার আওতাধীন সংঘটিত একাধিক সহিংস ঘটনায় এই দুইজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। টুঙ্গিপাড়া থানার রিকুইজিশনে পিরোজপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, ইসরাফিলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সম্রাটের বিরুদ্ধে পেনাল কোড, সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। উভয়েই টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত একাধিক সহিংস মামলার এজাহারভুক্ত আসামি।
কেএন/টিকে