বাংলাদেশে ঈদুল আজহায় ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শকের মন জয় করা জয়া আহসান এখন মাতাচ্ছেন ওপার বাংলার প্রেক্ষাগৃহে ‘ডিয়ার মা’ ছবিতে। এদিকে নতুন খবর—আগামী ১ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।
রবিবার মুক্তি পাওয়া ছবির ট্রেলারেই ভক্তদের মধ্যে জাগিয়েছে কৌতূহল। ট্রেলারে দেখা যায় জয়াকে রহস্যময়ী কুসুম চরিত্রে, যার উদ্দেশ্যে আবীর চট্টোপাধ্যায় বলতে শোনা যায়—“শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?” এই সংলাপ ঘিরে গল্পে রয়েছে গোপন স্তর, যা জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের বিশেষ তাৎপর্যও রয়েছে। উপন্যাসটির ৯০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি তৈরি হয়েছে। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ভাষায়, এটি উপন্যাসের এক ভৌতিক রূপান্তর—যেখানে ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সংঘাতকে নতুন ব্যাখ্যায় ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিতে জয়া ও আবীর ছাড়াও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। দুই বাংলার দর্শক এখন অপেক্ষায়—মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জগৎ থেকে সিনেমা পর্দায় আসা এই নতুন অভিযাত্রা দেখতে।
এফপি/টিএ