ভুয়া র‌্যাব আটক অভিযানে জনতার হাতে পিটুনির শিকার আসল র‌্যাব

ভুয়া র‌্যাবকে ধাওয়া দিয়ে আটক করতে গিয়ে জনতার রোষানলে পড়লেন আসল র‌্যাব সদস্যরা। আসল র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের দুটি মাইক্রোবাস আটকে মারধর করেছেন জনতা। এ সময় ভুয়া র‌্যাব বহনকারী হাইয়েস মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে নগরকান্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের নগরকান্দা থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি মাইক্রোবাস দ্রুত গতিতে আসছিল এবং একটি মাইক্রোবাস থেকে সাইরেন বাঁশি বাজানোর জন্য এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথমে প্রথম মাইক্রোবাসটি থামায়। মাইক্রোবাসে অবস্থানকারী ব্যক্তিরা নিজেদের র‌্যাব বলে পরিচয় দেয়। তবে তাদের কারও শরীরে র‌্যাবের পোশাক না থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ভুয়া র‌্যাব সদস্যরা মাইক্রো থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ঘেরাও করে মারধর করে।

ইতোমধ্যে পিছনে ধাওয়া করে আসা আসল র‌্যাবের গাড়িটি ওই এলাকায় হাজির হয়। এ র‌্যাবের দলের সব সদস্য র‌্যাবের পোশাক পরিহিত ছিল না। র‌্যাব সদস্যরা দ্রুত নেমে ভুয়া র‌্যাব সদস্যদের বাঁচানোর চেষ্টা করলে জনতার তাদেরকেও পিটুনি দেয়।

জনতার হাতে আটক মারধরের শিকার ভুয়া র‌্যাব সদস্যরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদরের মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের সাইফুল শেষ (৩৪), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার এস আই আমীরুল ইসলাম বলেন, ‘জনতার হাত থেকে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব ক্যাম্পের সদস্যরা ভুয়া র‌্যাব ও আহত র‌্যাব সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।’

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম জানান, র‌্যাব-১০ এর হেড কোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয়ের ওপর চড়াও হয়। র‌্যাবের কিছু সদস্য সাদা পোশাকে থাকায় জনতা তাদের তাৎক্ষণিকভাবে প্রকৃত র‌্যাব বলে চিনতে ভুল করে।

র‌্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভুয়া র‌্যাবের দলকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলাম। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বের হয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের ধরা গেছে।’

নিজেরাও মারধরের শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনগণ যখন ভুয়া র‌্যাব পরিচয়কারীদের মারপিট করছিলেন, তখন তাদের যাতে মেরে না ফেলেন, এ আশঙ্কায় আমরা জনগণের পিটুনি থেকে তাদের বাঁচানোর চেষ্টা করি। তবে প্রথম পর্যায়ে জনগণ আমাদেরও ভুয়া র‌্যাব মনে করেছিলেন। এ কারণে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তবে তা আমলযোগ্য নয়।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি করল অর্থ মন্ত্রণালয় Jul 30, 2025
img
নোরা ফাতেহির গানে এবার হিন্দি, ইংরেজি ও সোয়াহিলির মিশেল Jul 30, 2025
img
বান্দরবানের দুর্গম পাহাড়ে দরিদ্রদের মানবিক সহায়তা দিল বাংলাদেশ সেনাবাহিনী Jul 30, 2025
img
গভীর সাগরে মাছ ধরায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার Jul 30, 2025
img
প্রথম পর্বের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে Jul 30, 2025
img
বিলাসবহুল রেস্তোরাঁয় একান্ত ডিনারে কেটি পেরি ও ট্রুডো, প্রেম না বন্ধুত্ব? Jul 30, 2025
img
গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়েছে: মির্জা ফখরুল Jul 30, 2025
img
বাবা হলেন নাইজেল আকারা Jul 30, 2025
img
ফের মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা, ভিডিও দেখে ভক্তদের জল্পনা Jul 30, 2025
img
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : নাহিদ ইসলাম Jul 30, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো: হিরো আলম Jul 30, 2025
img
সঞ্জয়ের নামে ৭২ কোটি লিখে গেলেন নারীভক্ত, পরে যা ঘটল Jul 30, 2025
img
লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে ফিরতে পারেন মধুমিতা-রণিতা-দীপান্বিতা Jul 30, 2025
img
এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের বাধ্য করে নেওয়ার অভিযোগে টাঙ্গাইলে বিক্ষোভ Jul 30, 2025
img
শুল্ক নিয়ে ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায় কী বলছে ভারত Jul 30, 2025
img
জাতিকে ধোকা দেয়ার মতো চিন্তা মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে: সালাহউদ্দিন Jul 30, 2025
img
বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির Jul 30, 2025
img
হুমায়রা আসগরের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য Jul 30, 2025
img
রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আসিফ নজরুল Jul 30, 2025
img
ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া, বললো ‘নোট নিয়েছি’ Jul 30, 2025