জার্মানির পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার দুর্ঘটনায় বিমান বাহিনীর দুইজন সেনা নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটে স্যাক্সনি রাজ্যের গ্রিমা শহরের কাছে, মুল্ডে নদীর ওপর।
নিহত দুই জনই জার্মান বিমান বাহিনীর হেলিকপ্টার উইং ৬৪-এর সদস্য ছিলেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।
বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ক্রু সদস্যরা অভিজ্ঞ ছিলেন এবং এখনো এক জন সদস্য নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ছিল ইসি-১৩৫ মডেলের, যেটি প্রশিক্ষণের উদ্দেশ্যে ভাড়া করা হয়েছিল। অজ্ঞাত কারণে সেটি মঙ্গলবার সকালে মুল্ডে নদীতে ভেঙে পড়ে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নদীতে ক্যানু করতে যাওয়া কিছু মানুষ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান, তারপরই উদ্ধার কাজ শুরু হয়। ডুবুরি সহ শতাধিক জরুরি পরিষেবা কর্মী নিখোঁজ সদস্যের খোঁজে অভিযানে অংশ নিয়েছেন। হেলিকপ্টার থেকে কেরোসিন লিক হওয়ায় নদীতে পরিবেশগত বিপদের আশঙ্কাও দেখা দিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, ‘এই দুই সেনার মৃত্যু আমাকে ও পুরো সশস্ত্র বাহিনীকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সব রকম তদন্ত করা হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস