বিগত ফ্যাসিবাদী শাসনামলে মানুষ বেঁচে থেকেও মরে যাওয়ার অবস্থায় ছিল : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে মানুষ বেঁচে থেকেও মরে যাওয়ার অবস্থা ছিল। আবু সাঈদ তা মেনে নেননি। জীবন দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি আরও বলেন, জনগণের ঐক্য প্রমাণ করেছে, ঐক্য থাকলে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, তেমনি ফ্যাসিবাদী ব্যবস্থাকেও কবর দিতে পারবো।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বেগম এ সমাবেশের উদ্বোধন করেন।

জোনায়েদ সাকি বলেন, ৭১ সালের শহীদের ঋণ এখনো পূরণ হয় নাই। আমরা শপথ নিচ্ছি ৭১ থেকে ২৪ এর শহীদের আমরা ধারণ করবো। এই শহীদদের ঋণ শোধে আমাদের ঐক্য দরকার নয়তো, আমরা আবার ব্যর্থ হবো। জনগণের ঐক্য প্রমাণ করেছে, ঐক্য থাকলে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, তেমনি ফ্যাসিবাদী ব্যবস্থাকেও কবর দিতে পারবো।

তিনি বলেন, অভ্যুত্থান নতুন মানুষ সৃষ্টি করে, কিন্তু আমরা দেখছি পুরোনো লুটপাট-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বজায় রাখার চেষ্টা চলছে। শহীদ পরিবারগুলোর আহাজারি এখনো থামেনি, অথচ সরকার কোনো জবাব দেয়নি। এত বড় রাষ্ট্রযন্ত্র আজও শহীদ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি, তাদের মর্যাদা নিশ্চিত করতে পারেনি।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাসী রাষ্ট্রের ভিত্তি ছিল মানুষের টাকা লুট করা, ভাগ বাটোয়ারা করা, দুর্নীতি করে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একক ক্ষমতা প্রতিষ্ঠা করা। লুটপাট দুর্নীতু বন্ধ করতে না পারল নতুন বন্দোবস্ত হবে না। আমাদের মধ্যে নারী, ধর্ম, জাতি ইস্যুতে বিভাজন করা হচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই পরিচয়ের বাইরে আমরা সবাই দেশের নাগরিক।

সবার অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই ৭১ থেকে ২৪ এর শহীদের প্রতি দায় পূরণ হবে। গণসংহতি আন্দোলন রাজপথ থেকে উঠে এসে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং তারা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ২০১৭ সালেই আমরা বলেছি নতুন রাজনৈতিক চুক্তি ছাড়া এই রাষ্ট্রে কোনো পরিবর্তন আসবে না। আমরা বাংলাদেশপন্থি রাজনীতিতে বিশ্বাসী। আমাদের রাজনীতি জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে কিছু নয়।

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে অধিকার আদায়ে জীবন দিতে হবে না, সমস্যা সমাধান হবে সংলাপের মাধ্যমে। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি না করতে চাইলে এই রাষ্ট্রব্যবস্থা বদলাতেই হবে। এটিই হবে ‘জুলাই সনদ’, জনগণের ম্যান্ডেটে গঠিত নতুন চুক্তি।

এছাড়াও সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

‘কার কাছে বিচার দেবো’, সামাজিক বাস্তবতায় হতাশ শবনম ফারিয়া Aug 02, 2025
“দেশপ্রেমিক আইনজীবী কী নাই?” বললেন জামায়াত নেতা মাসুদ Aug 02, 2025
জুলাই বিক্রেতাদের বিচার চাইলেন নাহিদ Aug 02, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এনসিপির সেই বিবৃতিটি ভুয়া Aug 02, 2025
img
‘অনেক ক্রিকেটারই খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন’ Aug 02, 2025
img
থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ৬ জনের Aug 02, 2025
img
এশিয়া কাপ মিস করবেন বুমরাহ! Aug 02, 2025
img
দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করল পুলিশ Aug 02, 2025
অভ্যুত্থানে অব. সেনা কর্মকর্তাদের অবদান স্বীকার করলেন এবি পার্টির মঞ্জু Aug 02, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৮২ Aug 02, 2025
img
ইরান সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে : পেজেশকিয়ান Aug 02, 2025
হাসিনা পালানোর দিনের ঘটনা বললেন অব. সেনা কর্মকর্তারা Aug 02, 2025
নির্বাচন নিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের কড়া সমালোচনা Aug 02, 2025
img
দ্বিতীয় দিনে ‘কিংডম’ সিনেমার আয়ে নেমেছে ধস Aug 02, 2025
img
প্রবাসীদের স্বার্থে সৌদির সঙ্গে হতে যাচ্ছে বিশেষ চুক্তি: আসিফ নজরুল Aug 02, 2025
img
ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা Aug 02, 2025
img
আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ Aug 02, 2025
সত্যের পথে জান্নাতের প্রতিদান! | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 02, 2025
img
পরবর্তী নির্বাচিত সংসদের হাতে চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ Aug 02, 2025
নকল পরিচয়ে ভারতে বসবাস, ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা Aug 02, 2025