‘ওয়ার ২’ নিয়ে প্রত্যাশার পারদ ছিল চরমে। পরিচালক আয়ান মুখার্জি আসছেন, হৃতিক রোশন আছেন, নতুন গল্পে অ্যাকশন, প্রেম, মিউজিক-সব মিলিয়ে দর্শকের উত্তেজনায় ঘাটতি ছিল না। কিন্তু ছবির প্রথম গান ‘আভান জাভান’ প্রকাশের পরেই সেই উত্তেজনা যেন ধাক্কা খেয়ে পড়ে গেল।
গানটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনার ঝড়। দর্শক ও সমালোচকদের অভিযোগ-এ যেন হৃতিকের পুরনো গানেরই পুনরাবৃত্তি। সমুদ্রতীর, ফ্লোরাল শার্ট, সানগ্লাস, রোদঝলমলে নৃত্য-সবকিছু দেখে যেন মনে হয় ‘ঘুঙরু’, ‘মেহেরবান’ কিংবা সাম্প্রতিক ‘ইশক জাইসা কুছ’-এরই এক্সটেনশন।
পরিচালক আয়ান মুখার্জির কাছ থেকে যেখানে নতুনত্বের আশা করেছিল দর্শক, সেখানে পাওয়া গেল সিদ্ধার্থ আনন্দ ঘরানার পুরনো ফর্মুলা। এমনকি গানে ব্যবহৃত পাঞ্জাবি লিরিকও অনেকের কাছে বেমানান মনে হয়েছে।
এক সময় এই ঘরানার গান ছিল ভাইরাল হিটের নিশ্চয়তা। কিন্তু এখনকার দর্শক চায় বৈচিত্র্য, চায় গল্প আর সংগীতে এক্সপেরিমেন্ট। ‘ওয়ার ২’-এর মতো একটি বড় বাজেটের স্পাই ইউনিভার্স প্রজেক্টে সেই প্রত্যাশা আরও বেশি।
এই একই দৃশ্যপট, একই রকম কোরিওগ্রাফি, আর হৃতিকের পরিচিত শর্টস-চুল-বডি-ক্যামেরা এনগেল দেখে অনেকে প্রশ্ন তুলেছেন-এতোই কি ফুরিয়ে গেছে বলিউডের ভাবনা?
তবে এখনও পুরো ছবির মুক্তি বাকি। গান একটি মাত্র উপাদান। সামনে আরও কী অপেক্ষা করছে, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। তবু প্রথম ঝলকে যে হতাশা জমেছে, তা কাটাতে হলে আয়ানের টিমকে দিতে হবে নতুন চমক।
টিকে/