জম্মু–কাশ্মিরে নতুন অভিযান ‘অপারেশন আখাল’, নিহত ১

‘অপারেশন মহাদেব’ শেষ হওয়ার মাত্র ৪ দিনের মধ্যে এবার জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে সেনা অভিযান শুরু করেছে ভারতের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’।

অভিযানে ইতোমধ্যে একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে বলেও জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কর্পসের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চিনার কর্পসের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, গতকাল শুক্রবার গোপন গোয়েন্দাসূত্রে তারা জানতে পারেন যে কুলগামের আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে কয়েক জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মগোপন করে আছে।
“এই সংবাদ পাওয়ার পর গতকাল রাতেই আখালের ওই পাহাড়ি জঙ্গলে আমরা তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেই। তল্লশী শুরুর পর আমাদের সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা ফায়ারের সিদ্ধান্ত নেই।”

 “গতকাল রাতভর থেমে থেমে পাল্টাপাল্টি গুলি চলেছে। আমাদের সেনারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে খুবই ঠাণ্ডা মাথায় সন্ত্রাসীদের মোকাবিলা করছে। ইতোমধ্যে একজন সন্ত্রাসী নিহত হয়েছে”, এনডিটিভিকে বলেন ওই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসও একই তথ্য জানিয়েছে। তবে অপারেশন আখালে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গত ২৮ জুলাই জম্মু-কাশ্মিরে দাচিগামের পাহাড়ি জঙ্গলে ‘অপারেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ড। ২৪ ঘণ্টারও কম সময় ধরে চলা সেই অভিযানে নিহত হন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির নামে তিন ব্যক্তি।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, নিহত ৩ জনই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বা (লেট)-এর সদস্য। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে হামলা হয়েছিল— সেখানে অংশ নিতে পাকিস্তান থেকে এসেছিলেন তারা, কিন্তু পরে নিরাপত্তা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপ হওয়ায় আর পাকিস্তানে ফিরতে পারেননি। জম্মু-কাশ্মিরেই থেকে গিয়েছিলেন।

অমিত শাহ জানিয়েছেন, নিহত তিনজনের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মিলেছে। তাছাড়া পেহেলগামে হামলার পর হামলাকারীদের যেসব ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেসবের সঙ্গেও সাদৃশ্য পাওয়া গেছে অপারেশন মহাদেবে নিহত তিন জনের সঙ্গে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ভারতের এই দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা তথ্যে পরিপূর্ণ’ উল্লেখ করে বলেছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় ভারত।

এদিকে গত ৩১ জুলাই বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত দু’জন পাকিস্তানের নাগরিক এবং লেট-এর সদস্য ছিলেন। ভারতের ভূখণ্ডে পা রাখার অল্প সময়ের মধ্যেই নিহত হয়েছেন তারা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লাইভ শো- এর জন্য অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা! Aug 03, 2025
নারী রাজনীতিকদের নিয়ে ‘নোংরামির’ অভিযোগ তুলে রাজনীতি ছাড়লেন ফাতেমা খানম Aug 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 03, 2025
img
বেনাপোল চেকপোস্টে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোর গ্রেপ্তার Aug 03, 2025
নিজের নিরাপত্তা চান এনসিপির এই নেত্রী Aug 03, 2025
'মন্ত্রিপাড়া নির্ভর বাগছাস' - শীর্ষ নেতাদের পদত্যাগে উত্তাল ছাত্র রাজনীতি! Aug 03, 2025
img
১২ দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
img
দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে ডাকসু নির্বাচন: সাদিক কায়েম Aug 03, 2025
img
হাসপাতালে চার দিন আটকে রাখা রোগীর ছাড়পত্র মিলল ৩৫ হাজার টাকায় Aug 03, 2025
img
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 03, 2025
img
জনগণের সঙ্গে সম্পৃক্ততা সবচেয়ে বড় ইনডেমনিটি : মাসুদ কামাল Aug 03, 2025
img
এনসিপি-ছাত্রদলের সমাবেশ ঘিরে যানজটের শঙ্কা Aug 03, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ Aug 03, 2025
img
‘মিসেস চ্যাটার্জি’র জন্য রানির হাতে জাতীয় পুরস্কার! Aug 03, 2025
img
৫০ বছরে পা দিচ্ছেন মহেশ বাবু, নতুন চমকের অপেক্ষায় ভক্তরা! Aug 03, 2025
img
৩ সংগঠনের সমাবেশ রোববার, ঢাকায় চলাচলে বিধিনিষেধ Aug 03, 2025
img
বাগদানের গুঞ্জনে ফের কেন্দ্রবিন্দুতে সামান্থা রুথ! Aug 03, 2025
img
ছিনতাই ঠেকাতে ব্যর্থ পুলিশ, ওসিকে শাড়ি-চুড়ি উপহার জনতার Aug 03, 2025
img
কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন, শাস্তির মুখে বিএনপির আরও ৪ নেতা Aug 03, 2025