টালিউডে বহিরাগত নন জয়া আহসান। বললেন অভিনেত্রী নিজেই। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মাঝেও অবিচল রয়েছেন তিনি। গত ১৫ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা, ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সম্প্রতি শেষ করেছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং, যা টালিউডে তার অব্যাহত জনপ্রিয়তার প্রমাণ।
জয়া বলেন, ‘আমি টালিউডে ১২ বছরের বেশি সময় ধরে কাজ করছি। এখানে নিজেকে ওন করি, কলকাতাও আমাকে ওন করে’। তিনি স্পষ্ট করে জানান, রাজনৈতিক পরিস্থিতি শিল্পীদের মধ্যে কোনও বিচ্ছিন্নতার কারণ হওয়া উচিত নয়। তার মতে, শিল্পীদের কাজ মানুষের ভালোবাসা দিয়ে সবাইকে একত্রিত করা। দুই বাংলার সংস্কৃতি, মূল্যবোধ ও আবেগ এক, তাই শিল্পীদের বিচ্ছিন্ন থাকা উচিত নয়।
পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্প্রতি জয়ার টালিউডে কাজ নিয়ে প্রশ্ন তুললেও, তিনি এসব নিয়ে উদ্বিগ্ন নন। জয়া বলেন, ‘রাজনীতির সমস্যাগুলো নীতিনির্ধারকরা সমাধান করবেন, আমাদের জনগণের মধ্যে কোনো বিদ্বেষ কাম্য নয়’।
জয়ার এই বক্তব্য দুই বাংলার সাংস্কৃতিক সংহতির জন্য আশার আলো। শিল্পী হিসেবে তার অবস্থান দুই বাংলার মধ্যে সেতুবন্ধন ও সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা রাজনৈতিক উত্তেজনার মাঝেও টলতে দেয়নি তার ঐক্যবোধ ও ভালোবাসাকে।
ইউটি/টিএ