জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের এক বছর পূর্তি এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তা পাঠ করেন প্রধান উপদেষ্টা।
এর পর পরই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সবকিছুর জন্য আল্লাহর প্রশংসা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত, খুব ভালো। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
তিনি আরো লিখেছেন, আল্লাহ আমাদের ইবরাহিম (আ.)-কে অনুসরণ করার শক্তি দিন। প্রকৃতপক্ষে, ইব্রাহিম ছিলেন এক জাতি, আল্লাহর প্রতি অনুগত এবং ন্যায়পরায়ণ(কোরআন, ১৬:১২০)। জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হোক।
এদিকে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংহতি আন্দোলনের জোনায়েদ সাকিসহ অভ্যুত্থান-সংহত রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা।
ইউটি/টিএ