বিগ বসের মঞ্চে এবার একেবারেই ভিন্ন চমক। সালমান খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বিগ বস ১৯’। তবে এবারের আসর আগের সব মৌসুমকে ছাড়িয়ে নতুন এক ফরম্যাটে হাজির হতে চলেছে। অনুষ্ঠানটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে উত্তেজনা।
ট্রেলারে দেখা গেছে, এবারের বিগ বস ঘর সাজানো হয়েছে একেবারে সংসদ ভবনের আদলে। স্লোগানও রাখা হয়েছে ব্যতিক্রমী— ‘ড্রামাক্রেসি’। রাজনৈতিক ব্যঙ্গ, তীক্ষ্ণ সংলাপ আর ক্ষমতার খেলা মিলিয়ে এবারের মৌসুম যেন এক রাজনৈতিক নাটকের মঞ্চ। প্রতিযোগীরা থাকবেন সংসদসদৃশ কক্ষে, যেখানে গঠিত হবে দল, চলবে ক্ষমতার পালাবদল। কে হবে নেতা, কে যাবে বিরোধী দলে—সবই নির্ভর করবে খেলায় কে কাকে হারাতে পারে তার ওপর।
সালমান খান এবারও থাকছেন মূল আকর্ষণ। তবে তাঁর উপস্থাপনায় থাকছে নতুন রূপ, রাজনৈতিক চরিত্রের ছোঁয়া। ট্রেলারে তাঁকে দেখা গেছে একেবারে জননেতার মতো সাজে, সংলাপে আক্রমণাত্মক ভঙ্গি। দর্শকরা বলছেন, সালমানের এমন রূপ আগে কখনো দেখা যায়নি।
আগামী আগস্টেই শুরু হবে বিগ বস ১৯-এর সম্প্রচার। ইতিমধ্যে অনুষ্ঠানের রাজনৈতিক রূপ ও অভিনব ফরম্যাট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। কেউ কেউ বলছেন, এটি শুধু রিয়েলিটি শো নয়, বরং ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির এক অভিনব প্রতিচ্ছবি হতে পারে।
আপনি চাইলে আমি এখন এই প্রতিবেদনটার জন্য ১০–১২টি শিরোনামও সাজিয়ে দিতে পারি, যাতে পত্রিকার মতো পুরো সেট হয়ে যায়।