কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মাকে হারিয়ে শোকে কাতর। প্রিয়জনের এমন আকস্মিক বিদায়ে তিনি লিখেছেন এক আবেগঘন চিঠি, যেখানে ভেতরের কষ্ট, শূন্যতা ও গভীর বিষাদ উজাড় করে দিয়েছেন।
চিঠিতে ঋতুপর্ণা লেখেন, এখনো তো অত বড় হইনি! তুমি চলে গেলে যে? এখনো তো আদর খেতে ইচ্ছে হয় আমার। শূন্য হয়ে গেল সব। কেউ বোঝে না আমায়, তোমার মতো। প্রতি রাতে কান্না পায়, কিন্তু কাউকে বুঝতে দিই না।
মায়ের সঙ্গে কাটানো ছোট ছোট স্মৃতি তাকে তাড়া করছে বারবার। প্রিয় লেখক সমরেশ মজুমদার ও সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইয়ের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘পরলোক কেমন মা? রাস্তাগুলো সুন্দর?’
তিনি আরও লেখেন, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছো, কিন্তু আমাদের গায়ে আঁচ লাগতে দাওনি। সব বাধ্যবাধকতা ছাড়িয়ে তুমি চলে গেলে! রাতের তারাদের মধ্যে তোমার ঠিকানা খুঁজি।
মায়ের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘শেষ মুহূর্তে আমার সঙ্গে কোনো কথাই তুমি বললে না। এখন তোমার ওই অপেক্ষার কথা খুব মনে পড়ে। কখন আমি আসব, সেই অপেক্ষা। আর হয়তো এই অনুভূতি হবে না কখনো। তুমি আমাদের ছাড়া ওখানে কেমন আছ? আমি একদম ভালো নেই। তুমি জেগে আছ তো! আমি আসছি।’
এফপি/ এসএন