দেড় বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে গাজা। এই অবস্থায় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে গাজায় গিয়ে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই অনুরোধ জানান।
শৈশব থেকে রোমান ক্যাথলিক পরিবেশে বেড়ে ওঠা ম্যাডোনা গত সোমবার একটি পোস্ট দেন। তাতে ম্যাডোনা পোপকে উদ্দেশ্য করে আকুতি করে লেখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে গাজায় যান। একজন মা হিসেবে আমি শিশুদের দুর্দশা আর সইতে পারছি না। তাদের রক্ষার দায়িত্ব গোটা বিশ্বের। আপনিই একমাত্র ব্যক্তি যিনি বিনা বাধায় সেখানে প্রবেশ করতে পারবেন।’
তিনি আরও যোগ করেন, ‘নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিকতার দুয়ার এখনই পুরোপুরি খুলে দিতে হবে। আর সময় নেই। দয়া করে সফর নিশ্চিত করুন।’
পোপকে এই আহ্বানের কারণও ব্যাখ্যা করেছেন এই পপ কুইন। লেখেন, ‘রাজনীতিতে যে পরিবর্তন আসে না, জাগ্রত বিবেক তা এনে দিতে পারে।’
নিজের ছেলে রক্কোর জন্মদিন উপলক্ষে পোস্টটি প্রকাশ করে ম্যাডোনা আরও লেখেন, ‘আমার সন্তানের জন্য জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে গাজায় আটকে থাকা শিশুদের বাঁচাতে এগিয়ে আসেন।’
এসএন