এনডিএম মহাসচিব ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন বলেছেন, একটি অনুষ্ঠানে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি বলতে চাই চীনের দুঃখ হোয়াংহো নদী, আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। পাটওয়ারী আসলে কখন কি বলে, বলার আগে কিছু খেয়ে নেয় কিনা এটা নিয়ে প্রশ্ন আছে আমার।
আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগে এসে জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বয়সে আমার অনেক ছোট। তাকে আমি একটি পরামর্শ দিতে চাই। ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে আমার বাসার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট। ওখানে তিনি যদি দয়া করে যান তাহলে তিনি আগামীতে রাজনীতিতে আরও ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই। এর আগে তার সুস্থ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে বানচাল করার কোনো শক্তি আমরা বাংলাদেশে আর মাথা ছাড়া হয়ে উঠতে দেব না। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি আমরা বিশ্বাস করি আমরা যদি সজাগ থাকি ইনশাআল্লাহ কোনো অপশক্তি নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে রাজপথে ছিলাম।আমরা বিশ্বাস করি কিছু দুষ্কৃতিকার ছাড়া আমরা এখনো সে বিষয়ে ঐক্যেবদ্ধ আছি। যদি ষড়যন্ত্রের আভাস আমরা পাই আমরা সজাগ আছি, আমরা রাজপথে থাকবো।রাজপথ থেকে আমরা পিছপা হব না।
তিনি আরও বলেন, আমরা জুলাইতে যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, ছাত্র জনতা, শিক্ষার্থী এক সঙ্গে আমাদের সেই আন্দোলন এখনো শেষ হয়নি। এখনো দেশবিরোধী অনেক চক্র পতিত ফ্যাসিবাদসহ, অনেক দুষ্কৃতিকারী নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমার জনগণের প্রতি ও ভোটারদের প্রতি আহ্বান থাকবে আসুন আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকি। দেশের যত সমস্যা রয়েছে, মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, যত মৌলিক সংস্কার রয়েছে জনগণের ভোটে নির্বাচিত সার্বভৌম সংসদের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।
এনডিএম মহাসচিব বলেন, আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নের্তৃত্বে হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ এ একদফা আন্দোলনে ছিলাম এবং এখনো আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে আছি। আমাদের চেয়ারম্যান গতকাল বলেছেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি এই বার্তাটা দিতেই নির্বাচনী এলাকায় তরুণ সমাজের কাছে এসেছি।
পিএ/এসএন