অনুমান ছিল, বক্স অফিসে তোলপাড় ফেলবে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। প্রায় দশ বছর আগে যেই সিনেমার নির্মাণ শেষ হয়েছিল, সেটি ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই ঝড় তুললো।
মুক্তির প্রথম দিনেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’।
প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় করে সিনেমাটি। যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডে’তে সবচেয়ে বেশী আয়। তখনই ধারণা করা যাচ্ছিল, দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্কটা আরও ছাড়িয়ে যাবে।
তেমনটাই ঘটলো! নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট (ছুটির দিনে) ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। সে হিসেবে দুইদিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবি ‘ধূমকেতু’।
এই ছবির শুটিং ২০১৫ সালে শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন
এছাড়াও সিনেমাটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি। এই ছবির মধ্যে দিয়েই দুজনের একসঙ্গে দেখা পেল দর্শকেরা।
প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২০০র’ও বেশি হাউসফুল শো করেছে । ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট গোটা ভারতে মুক্তি পাবে।
দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।
এমকে/টিএ