ম্যাক্সওয়েল যেন চাপের মুখেই বেশিরভাগ সময় সেরা ইনিংস খেলেন। যেমনটা খেললেন আরও একবার। তার দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ বল হাতে রেখে দুই উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অজিরা। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭ ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫৩ রানে জিতেছিল।
শনিবার অস্ট্রেলিয়ার কেয়ার্নসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস দারুণ এক ইনিংস খেলে প্রোটিয়াদের ভালো সংগ্রহ এনে দেন। মাত্র ২৬ বলে ৫৩ রান করেন তিনি। বেবি এবিখ্যাত এই ব্যাটার ছয়টি ছক্কার পাশাপাশি একটি চার মারেন।
অন্যদের মাঝে ওপেনার রিকেলটন ১৩ বলে ১৩, তিনে নামা লুহান প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ এবং পাঁচে নামা ত্রিস্টান স্টাবস ২৩ বলে ২৫ রান করেন। লোয়ারের রেসি ফন ডার ডুসেন ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস তিনটি এবং জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৬ রান যোগ করেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ১৮ বলে ১৯ ও মার্শ ৩৭ বলে ৫৪ রান করেন। ক্যামেরুন গ্রিন ৯ ও টিম ডেভিড ১৭ রান করে ফিরে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে বেশ চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে ম্যাচ জেতান গ্লেন ম্যাক্সওয়েল।
৩৬ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার করবিন বোচ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসু রাবাদা ৪ ওভারে ৩২ ও মাপাকা ৩ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।
এমকে/টিএ