সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে আবুধাবিতে। এই উইকেটের মিল রেখে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। সাধারণত দুবাইয়ের উইকেট একটু স্লো। তবে আবুধাবির উইকেট সেই তুলনায় কিছুটা ব্যাটিং বান্ধব। তাই সিলেটে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতি হবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার।
আবুধাবির উইকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো নয় বলেও সতর্ক করে দিয়েছেন বিসিবির নারী উইংয়ের এই চেয়ারম্যান। আবুধাবিতে খেলার অভিজ্ঞতা না থাকলেও তিনি উইকেট নিয়ে ধারণা দিয়েছেন। সেখানে বাংলাদেশের ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন বলেও আশাবাদী তিনি।
বাশার বলেন, 'দুবাইয়ের উইকেট কিন্তু সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার উইকেট না। দুবাইয়ের উইকেট কিন্তু একটু স্লোনেসও থাকে। আবুধাবির উইকেট, আবুধাবির উইকেটটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো উইকেট না। আমি দেখেছি সেখানে আমার খেলিনি বাট দেখার অভিজ্ঞতা আছে, বেশ ভালোই ব্যাটিং উইকেট।'
এশিয়া কাপে বাংলাদেশের বড় চিন্তা টপ অর্ডারের ফর্ম। বিশেষ করে ওপেনারদের মধ্যে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন রানের মধ্যে থাকলেও ধারাবাহিকতা নেই তাদের। সেরা ফর্মে নেই তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসও। তবে বাশারের ধারণা বাংলাদেশের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার নিয়েও দুশ্চিন্তা আছে। তবে এশিয়া কাপে ভালো করতে হলে ওপেনারদেরই বড় ভূমিকা রাখতে হবে।
বাশার বলেন, 'শুধু ওপেনিং জুটি নিয়ে আমি বলব না। আমার মনে হয়, উদ্বেগের কারণ সবখানেই, মিডল অর্ডারে আছে, লেট অর্ডারেও আছে। যদি আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে চাই, তবে বিষয়টি শুধু ওপেনিং জুটির ওপরই নির্ভর করে না। ওপেনিং জুটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ টি-টোয়েন্টি পরিসংখ্যান অনুযায়ী, পাওয়ার প্লে-তে যদি আপনি দুটির বেশি উইকেট হারিয়ে ফেলেন, তাহলে সেই ম্যাচ জেতার সম্ভাবনা আপনার ৬০% থেকে ৭০% কমে যায়। সুতরাং, ওপেনিং জুটির ভালো সূচনা করা অত্যন্ত জরুরি।'
এশিয়া কাপে বাংলাদেশের প্রতি প্রত্যাশা নিয়ে বাশার বলেন, 'এশিয়া কাপে কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো আছে, রেকর্ড বলে। যদিও ওয়ানডে ফরম্যাটে, কিন্তু এশিয়া কাপের রেকর্ড কিন্তু বাংলাদেশের খারাপ না। তো সেটা যদি আমরা মনে রাখি, সেইখানে ভালো কিছু করা সম্ভব। কিন্তু পরীক্ষাটা কিন্তু বড়ই হবে আমাদের। পরীক্ষাটা কিন্তু দিতে হবে, বেশ ভালোই পরীক্ষা দিতে হবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের দ্বারা সম্ভব। বাংলাদেশ এখন যেই ক্রিকেট খেলছে, যেই ধরণের, যেই ঘরানার ক্রিকেট খেলছে, এভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব এশিয়া কাপে।'
পিএ/টিকে