টলিউড সুপারস্টার রামচরণ নাকি যোগ দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধুম ৪-এ। ছবিটি পরিচালনা করবেন আয়ন মুখার্জি, আর কেন্দ্রে থাকবেন রণবীর কাপুর। এখনও সরকারি ঘোষণা হয়নি, তবে চলচ্চিত্র মহলের ভেতরের খবর- ইয়াশ রাজ ফিল্মস ইতিমধ্যেই রামচরণের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে।
এই খবরে স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছে টলিউড ও বলিউডের ভক্তদের মধ্যে। তবে একদল সমর্থকের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি ও শঙ্কা। কারণ হিসেবে উঠে আসছে সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা এনটিআর অভিনীত ওয়ার ২। সেখানেও পরিচালনায় ছিলেন আয়ন মুখার্জি। ভক্তদের দাবি সিনেমায় এনটিআরকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি, মূলত বলিউড তারকারাই আলো কেড়ে নিয়েছেন।
তাদের ভয়, রামচরণও হয়তো একই পরিণতির শিকার হতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তরা লিখছেন “আমাদের তারকাদের যেন শুধু প্রেস্টিজের জন্য ব্যবহার না করা হয়।”
এরই মধ্যে রামচরণ কিন্তু ব্যস্ত নিজের পরবর্তী ছবি ‘পেড্ডি’ নিয়ে। বচ্চি বাবু সানার পরিচালনায় তৈরি এই গ্রামীণ ঘরানার অ্যাকশন ড্রামা মুক্তি পাবে ২০২৬ সালের গ্রীষ্মে। ফলে ধুম ৪ নিয়ে গুঞ্জন যতই চলুক, নিশ্চিত খবর এখনও আসেনি।
তবে একটা বিষয় স্পষ্ট- রামচরণ ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হলে তা নিঃসন্দেহে হবে তাঁর ক্যারিয়ারের আরেকটি মাইলস্টোন। আর তিনি সত্যিই বলিউডে নতুন ইনিংস শুরু করবেন কি না, সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু।
পিএ/টিএ