রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও অনিবার্য কারণে তা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশ দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠে। সবশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৯৮৯ সালে।
পিএ/টিএ